স্মৃতি : পার্থ বাগ্দি



স্মৃতির বালুচরে 

কত ফুল ফুটে ঝরে যায় ভোরে।।


 তাদেরকে রাখে মনে

 সে যে ছিল আমার প্রাণে ।।


 ছড়িয়ে শোভা  প্রীতির বাহারে

 অনন্ত দিবস-রজনী ভরে।।


 সেই দিন আর আসবে না ফিরে 

 চোখের পর্দায় ছবি হয়ে ঘুরে।। 


আজ সেই সব সময় স্মৃতি বেদনাদায়ক

যখনই বাঁধানো ফ্রেমে দেখি সেই মুখ।।


 যেন আজ ও বসন্তের মতো  ফোটা কিংশুক

 দুচোখের জলে দেখি ঝাপসা ভরে যায় বুক।।

Post a Comment

Previous Post Next Post